কার কথা ভাবো তুমি,
কার কথা ভাবো?
কার কথা ভেবে ভেবে
রাতভর জাগো?


কার কথায় অভিমানে
মনে মনে রাগো,
স্বপন মাঝে চমকে উঠে
কার কথায় হাসো?


কার ছবি দেখ তুমি
সকাল দুপুর সাঁঝে,
কার কথা সত্য মিথ্যা
সবই ভালো লাগে?


কার কথায় ভাসো তুমি
জোয়ার ভাটার টানে,
কে তোমার ঐ দুই নয়নে
খুশীর প্লাবন আনে?


ঢাকা
২৬ জানুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।