কিছু কিছু ঘ্রাণ আছে,
যা আজীবন শুঁকে যাওয়া যায়।
কিছু কিছু গান আছে,
যা আজীবন গেয়ে যাওয়া যায়।
কিছু কিছু দীঘি আছে,
আকাশের কালো ছায়া যার সাথী,
কিছু কিছু নদী আছে,
যেথা শুশুকেরা করে মাতামাতি।


নদীর বুকে রঙিন পালতোলা নৌকা
কভু যায় কভু আসে,
পাখিদের ঝরা পালক আর তরুপাতা
দীঘিজলে তরীসম ভাসে।
নদীর বুকে মাঝিদের ভাটিয়ালি গান
কত প্রাণে সুর তোলে,
দীঘির জলে ভাসিয়ে কাগজের কিস্তি
শিশুরা কতকিছু খেলে!


ঢাকা
০৪ ফেব্রুয়ারী ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।