ফেইসবুকে দেখছি কত কোকিলের ছবি,
পলাশ আর কৃষ্ণচূড়ারও ছবি, যেন সবই
জানিয়ে দিচ্ছে 'আজি বসন্ত জাগ্রত দ্বারে'।


পহেলা ফাল্গুন থেকে বসন্ত শুরু, তা জানি,
তবে এ ঋতুরাজ আসে ক্যালেন্ডার না মানি,
বসন্ত আসে ফুলের উদ্ভাসে, পাখির কূজনে।


একদিন পরেই আসছে 'ভালোবাসা দিবস',
লালে হলুদে মিশে যাবে ভালোবাসার হরষ,
প্রেমিক প্রেমিকাদের নিবিড় আলাপে কথনে।


বোমাতঙ্ক পেরিয়ে সবে যাবে বই মেলায়,
রমনা ভাসবে হলুদ আর লালের বন্যায়,
ভালোবাসার আবেশ নিয়ে হরতাল বিহনে।


সবারই মুখে হাসি, এটাই তো স্বাভাবিক।
আমারও বেশ প্রিয়, পীতাম্বরীর লাল টিপ।
আর হলুদ টিয়ার ঠোঁঁটে লালের ঝিলিক।



ঢাকা
১৩ ফেব্রুয়ারী ২০১৫
১লা ফাল্গুন, ১৪২১
স্বর্বস্বত্ব সংরক্ষিত।