হাইওয়ের ধাবমান গাড়ীগুলো থেকে
মুখ বের করে অনেকেই তাকিয়ে দেখতো,
শ্যামল শস্যক্ষেতে দাঁঁড়িয়ে থাকা একটি
বিজ্ঞাপনী বিলবোর্ড। সেখানে থাকতো আঁকা
চিরায়ত বাংলার কিছু নয়নাভিরাম ছবি।
নদী নালা খাল বিল, গাছ পাখী গাঙচিল,
কিংবা খড়ের গাদার পাশে কৃ্ষকের হাসিমুখ।
বিপণনী বিজ্ঞাপনে আবদ্ধ হতো দৃষ্টি উৎসুক।


দিন বদলের পালা এলো। আর বিলবোর্ডটাতে
নতুন করে লাগানো হলো রঙের প্রলেপ।
ভিনদেশী পটুয়াকে ভাড়া করে আনা হলো,
সে এঁকে দিলো কিছু আগ্নেয়গিরির জ্বালামুখ।
পীতাভ অগ্নিমুখ অপেক্ষমান হয়ে আছে যেন
কোন ভূকম্পনের তরঙ্গায়িত আগমনের প্রতীক্ষায়।
সেটা নিকটবর্তী হলেই অগ্ন্যুৎপাত ঘটে যাবে।
গলিত লাভায় ঢেকে যাবে মনোহর বিলবোর্ড।


ঢাকা
২৪ ফেব্রুয়ারী ২০১৫
কপিরাইট সংরক্ষিত।