বসন্ত আসে, বসন্ত ফিরে যায়!
পুষ্প হাসে, অলিরা গান গায়।
কোকিলের কুহুতান চলে,
শতদল আঁখি মেলে জলে।


কত শত ফুল ফোটে প্রতিদিন,
কিছু দল বেঁধে, কিছু সঙ্গীহীন।
গুঞ্জরিয়া আসে অলি মধু খেতে,
বারে বারে ঘুরে ঘুরে, মৌতাতে।


ভেনাসের মুখ দেখি চারিদিকে।
অস্তরাগে যখন আকাশটা ফিকে,
বর্ণিল ফুলগুলো প্রণতি জানায়
মাথা নুয়ে অস্তরবির পানে চায়।


এভাবেই বসন্ত আসে, বসন্ত যায়।
ছবি হয়ে, মনের দোদুল্যমানতায়
রেখে যায় কিছু বর্ণচোরা স্মৃতি,
এভাবেই দেখে যাই মায়ার প্রকৃতি।



ঢাকা
২১ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।