তুমি আমি মিলে কত না হৈ হুল্লোড়ে-
কতনা আয়োজনে সাজালাম এ জীবন!
তুমি আমি মিলে…


তুমি আমি মিলে যেদিন ‘আমরা’ হ'লাম,
কতনা সহজে ভুলে গেলাম,
একদিন আমরা তো শুধু 'আমি'ই ছিলাম।


তুমি আমি মিলে কত দৌড়ঝাঁপ করে
একসাথে মিলে কত হাঁপিয়ে উঠলাম,
হৃদস্পন্দন একটু থিতু হলে আবার দৌড়ালাম!


তুমি আমি মিলে ঘাটে বাটে থেমে তুলে নিলাম
জীবনের কত না সোনালী সঞ্চয়,
অসুখ বিসুখ আপদ বিপদ কিছুই নিরস্ত করেনি।


তুমি আমি মিলে একসাথে বসে কতদিন চা খেয়েছি,
অলিন্দে বসে চায়ের কাপে কত ঝড় তুলেছি,
দু'কাপ চায়ের আয়োজনে না হয় আজও একটু বসি!


চলো আজ শুধু নীরবে বসে থাকি, চলো দেখি শুধু
পাখিদের ঘরে ফেরা, আর আকাশরেখার ওপর থেকে
ধীর লয়ে নেমে আসা, ডানা দিয়ে ঢেকে ফেলা সন্ধ্যা!


চশমার কাঁচটাতো প্রতিদিনই খুব ভালো করে মুছে রাখি,
তবু কেন আজ দৃষ্টি ঝাপসা হয়ে যায় যখন তখন?
যখন একান্তে মনে মনে ভাবি অন্য আয়োজনের কথা!


ঢাকা
৩০ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।