চঞ্চলা চপলা তুমি কখনো ছিলেনা,
সেও ছিলনা কোন ডানপিটে ডাকু।
তোমার টানা চোখ দুটোকে কখনো
ডাগর আঁখি বলে তার ভ্রম হয়নি।
পটলচেরা চোখও ভাবেনি কখনো।
তারপরও তার খুব, খুবই প্রিয় ছিল,  
তোমার ঐ কাজল টানা চোখ দুটো।
সন্তরণপ্রিয় ডুবুরীর মত অবলীলায়
সে তোমার চোখের গহীনে কি যেন
খুঁজে বেড়াতো, ডুবসাঁতার দিয়ে
যখন তখন।আর ভাবতো, ওখানেই
যেন লুকিয়ে আছে পৃথিবীর যত
ঘন কালো মেঘ,  প্রেমের প্লাবন,
শীতের রোদ্দুর আর গোধুলির ছায়া।


ঢাকা
০৬ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।