তোমার স্ফটিক স্বচ্ছ হৃদয়ের ঝলমলে দ্যুতি
কি করে অস্থি চর্ম ভেদ করে এসে
আমার হৃদয়টাকে চমকে দিয়ে যায়,
হে মোহিনী স্বপনচারিনী, সে এক অজানা বিস্ময়!


তোমার চোখের দুটো তারা অমানিশার মাঝেও
কি করে যোজন যোজন পথ পাড়ি দিয়ে এসে
আমার ঘোলা চোখ দুটোকে আলো দিয়ে যায়,
হে নিভৃত যোগিনী, জানিনা তারে কী ভাবা যায়!


পাখির চঞ্চুসম তোমার নাকের বাঁশীতে আজ
হীরক ফুল গাঁথার আ্রর কোন প্রয়োজন নেই।
নাকের ডগা ফুঁড়ে ওঠা তোমার স্বেদ বিন্দুগুলো,
আজ না হয় করুক আমায় একটু এলোমেলো!


ঢাকা
১০ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।