ভালোবাসার আভাস পেলে শিশির ঝরে পড়ে
ভিজিয়ে যায় নিঃশব্দে দেহ মন অকাতরে।
সকাল সন্ধ্যা কুহুতান বাজে দুটি কর্ণকুহরে,
প্রজাপতিরা পাখনা মেলে পেটের ভেতরে।


ভালোবাসার স্পর্শ পেলে শিশুর কান্না থামে,
ভালোবাসার দৃষ্টি পেলে যুবার মনে নামে
পাহাড় থেকে ঝর্ণাধারার অদম্য উচ্ছ্বাস,
ভালোবাসা হারিয়ে গেলে করে হা হুতাশ!


ঢাকা
০৬ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।