লক্ষ তারার মাঝে সে এক তারা ছিলো
ঐ দূর গগনের অন্ধকারে।
মিটিমিটি জ্বলছিলো সে আপন মনে।
হঠাৎ কি যে হলো,
কিসের টানে ছুটে এলো
সে এ ধূসর মাটির ধরায়।    
প্রবল বেগে আসতে আসতে
ধেয়ে ধেয়ে ভস্ম হলো!


ধরায় এসে ভস্ম হলো জোনাক তারা।
মটির বুকে ছড়িয়ে গেলো,
ধূলো মাটি ভস্ম মিলে
এক শীতলপাটি  বিছিয়ে দিলো।



ঢাকা
২২ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।