কখনো আধো ঘুমে কখনো আধো জেগে
তুমি চোখ মেলে আইফোনে দেখো খুঁজে
কেউ জানালো কিনা কোন কোমল কথা
যা আর্দ্র করে দেয় দেহ মন চোখ, অযথা।


যদি কোন বাণী থাকে তবে চোখ খুলে যায়,
অঙুলি চলে যায় কী বোর্ডের ছোট্ট লেখায়,
লিখে যাও কত চিরকুট রোমান্টিক আবেশে
কখনো ভারী মনে, কখনো বা মুচকি হেসে।


যদি কোন নতুন বাণী জ্বলজ্বল করে না ভাসে,
তুমি কি আবার ঘুমিয়ে পড়ো একই আবেশে?
ঘুমের মাঝে কি কখনো চিরকুট লিখো তাকে?
যাকে ভেবে জাপটে ধরে থাকো, বালিশটাকে!


ঢাকা
০১ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।