আকাশের মেঘ থেকে নেমে আসে এক ডাকপিয়ন,
কাঁধে তার ঝোলানো ব্যাগ, মেঘের রঙে রঙ।
দূর থেকে তাকে দেখে মনে খুশীর ঢেউ জাগে,
তাই প্রতিদিন তার পথের দিকে চেয়ে থাকি ।


কাঁধে তার চিঠির ব্যাগ, হাতে ধরে রাখা চিঠি।
খেয়াল করে সে এক এক করে ঠিকানা মিলিয়ে
আনমনে হেঁটে যায়, ঢেউগুলোও তেমনি এগোয়।
ঢেউ যত কাছে আসে, মন ততো আন্দোলিত হয়।


হায়, আমার বাড়ীর দিকে না তাকিয়েই একসময়
যখন সে দুয়ার পার হয়ে যায়, আমি পিছু ডাকি।
এগিয়ে আসা ঢেউগুলো মনের দুয়ারে আছড়ে পড়ে।
আমি অস্থির হই, দুঃখিত হই, লজ্জিত বোধ করি।


খেয়ালী তুমি, চিঠি দিতে ভুলে যাও, এই বলে বলে
নিজেকে প্রবোধ দিয়ে রাখি। যদিও ভালোভাবে জানি,
আমাকে চিঠি দেবার তোমার কোনই প্রয়োজন নেই।
তবু আমি আশা করে যাই, মনকে প্রবোধ দিয়ে যাই।


ঢাকা
২৯ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।