কোন এক মেঘবালিকার ডাকে,
মেঘের মাঝে বসতি গড়েছিলো এক কবি।
দেখা হলো, কথাও হলো মেঘবালিকার সাথে,
ভালো লাগা থেকে কিছুটা ভালোবাসাও হলো,
তারপর! কী ভেবে যেন হঠাৎ করেই মেঘবালিকা  
নিশ্চুপ হয়ে গেলো, কোথায় যেন হারিয়ে গেলো।  


বিমূঢ় কবি আর কি করে থাকে মেঘের সে বসতিতে,    
তাই ফিরে আসে ধূলি ধূসরিত, মাটির এ পৃথিবীতে।  


ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।