বালকেরা ভুলে যায়, বালিকারা নয়।
পুরুষেরা ভুলে যায়, রমণীরা নয়।
প্রথম চিঠির, প্রথম পরশের স্মৃতিটুকু,
পুরুষেরা কালক্রমে বিস্মৃত হয়।


বালিকারা, রমণীরা মনের তোরঙ্গতলে  
সযতনে সেসব স্মৃতি ভাঁজ করে রাখে।  
অলস সময়ে আকাশে কালো মেঘ হলে
তারা আপন মনে সে তোরঙ্গ খুলে বসে।


পরতে পরতে সযতনে ভাঁজ করে রাখা
স্মৃতির সে সম্ভারগুলো খুলে খুলে দেখে,
নিবিড় আবেশে বুকে মুখে চেপে রাখে।
নারীর অন্তরে স্মৃতি রয়ে যায় চিরতরে।


ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।