একটি প্রস্তরখন্ড যখন ঐ ঊর্ধ্বাকাশে নিক্ষিপ্ত হয়,
শুরুর গতিটা তার প্রচন্ড বেগবান হয়ে থাকে।
ধীরে ধীরে তার আরোহণ গতি শ্লথ হয়ে আসে,
একটি সীমার প্রান্তরেখায় পৌঁছে সেটা নিম্নমুখী হয়।


বন্ধুরা, আমরা সবাই এখন সেই নিম্নমুখী প্রস্তর,
মাধ্যাকর্ষণের টানে থেমে গেছে আমাদের ঊর্ধ্বারোহণ
ধীরে ধীরে শ্লথ হয়ে আসছে আমাদের জীবনের গতি,
আর প্রচন্ড বেগবান হচ্ছে আমাদের নিম্ন অবরোহণ।


এখন কী হবে একথা ভেবে কে ছিল সবার সেরা,
কে ছিল সামনে কে ছিল পেছনে বৃথাই এ বিচার।
কে কখন  যাবে, ক্ববরে কার পাশে কে শোবে,
এই দোলাচলে এসো, সবাই এক হই সব ভুলে!


  
ঢাকা  
২৫ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।