আমার ভাবনায়-
মাঝে মাঝে এক অচেনা মানবী আসে যায়-
যার কোন নির্দ্দিষ্ট অবয়ব নেই, বয়স নেই।
তাকে নিয়ে আমার কিছু প্রিয় ভাবনা আছে,
যেমন কোন স্বর্গীয় উদ্যানে ঘুরে বেড়াবো-
আদম আর বিবি হাওয়ার মত একান্তে, তবে
শত প্রলোভনেও আমরা কোন ফল খাব না।  


প্রযুক্তিহীন কোন এক দূরদেশে বসতি গড়বো
প্রকৃতিবাদী আমিশদের মত, শুধু ওয়াই ফাই
আর আইফোন ছাড়া। কোন সাগরতীর দিয়ে
হাঁটতে হাঁটতে তার পরিচয়টুকু জেনে নিবো।
খোলা মাঠে বসে নিঃশব্দ কুয়াশায় সিক্ত হবো
কখনো জ্যোৎস্নায়, কখনো জোনাকির আলোয়।


আবার কখনো লোকালয়ে এসে ঘুরে বেড়াবো,
দূর পাল্লার বাস ধরে নিরুদ্দেশে যাত্রা করবো।
একই জানালা দিয়ে একই চাঁদ দেখবো, আর
একই ইয়ারপ্লাগের দুই প্রান্ত দুজনার কানে দিয়ে
একই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। ঘুম
ভাঙলে পুষ্পকোরকের মত আঁখি মেলে ভাববো,
এ কোথায় এলাম?


ঢাকা
০১ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।