আমি স্রষ্টার প্রতি অপরিসীম কৃতজ্ঞ।
অবচেতনেও কখনো অভিযোগ করিনি,
সজ্ঞানে তো নয়ই। বিফলতায় কিংবা
বিপদে অনেকে হা হুতাশ করে থাকেন।
আমার সে সুযোগ নেই, কারণ আমার
পাওনার চেয়ে প্রাপ্তিযোগ অনেক বেশী।

আমি খেয়ালি তটিনীর মত মৃদু ছন্দে  
বয়ে যেতে চাই। যদি বাঁধ দিতে চাও,
অভিযোগ নেই। আমি বাঁক নিতে জানি।
নতুন একটি পথ বের করে নেব, আর
বুকে বয়ে নিয়ে যাব খড়কুটো, ভাসমান
কচুরিপানায় লুকোনো ডাহুকের সংসার।

কোন বন্ধু, সতীর্থ, শিক্ষাগুরু, প্রতিযোগী
কিংবা গোপন ঈর্ষাকামী, কারো বিরুদ্ধেই
আমার কোন নালিশ নেই। এমনকি কোন
পাখির বিরুদ্ধেও নেই গান শোনায়নি বলে।
কোন নারীর প্রতিও কোন অভিযোগ নেই,
ভালোবাসার দাবীতে সাড়া  দেয়নি বলে।  


ঢাকা
০৪ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।