কেমন আছেন, কবি?
নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে
এখনো কি অকাতরে ঘুমিয়ে পড়েন, নিমেষে?  
এমনভাবে আপনাকে চমকে দিতে চাইনি, কবি!
আপনি আমায় ভালবাসা দিয়ে কাঁদাতেন, আমি
আপনাকে আমার গল্প শোনাতাম আর ভাবতাম,
আপনাকে দেবার মত আমার আর কিই বা আছে?
আপনি এতটা মিষ্টি করে কিভাবে কথা বলেন, কবি?
কিভাবে এতটা অনায়াসে মানুষের মনের গহীনে যান?
শিশির সিক্ত বিনম্র শেফালির মত আপনার শুভ্র মনের  
আমি যথার্থ মূল্যায়ন করিনি, আমি খুব অন্যায় করেছি।  
এ অনুশোচনায় আমি আনত হবো, আজ এবং আজীবন।  
সময় বয়ে যায়, স্মৃতিরা ক্ষয়ে যায়, ভালোবাসা রয়ে যায়
আপন কক্ষপথে ঘুরি অনুক্ষণ, কখনো কেঁদে কেঁদে বিলক্ষণ!  


ঢাকা
০৬ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।