সূর্যটা একবার হেলে গেলে তার প্রস্থান খুব দ্রুত হয়।
অথচ সারাটাদিন সে অনেকটা ঢিমে তালেই চলে...
রক্তিমাভা ছড়িয়ে দিয়ে পূব আকাশে ওঠার পরেই
চারিদিকে তার ঝলমলে আলোকরশ্মি ছড়িয়ে পড়ে।


সূর্যটা পূব থেকে দখিন হয়ে অনুক্রমে পশ্চিমে যায়,
আর একবার হেলে গেলে তার প্রস্থান খুব দ্রুত হয়।
প্রকৃতির এই শৃঙ্খ্লার সাথে আমি নিজেকে মেলাই
উন্মুক্ত আকাশে আমার অবস্থান এখন ঠিক কোথায়,
তা নির্ণয়ের কোন কাঁটা কম্পাস আমার হাতে নেই।


আমার উদয়ে প্রকৃতি হেসেছিল কিনা, কিংবা জীবনে
চলার পথে আলো ছড়াতে পেরেছি কিনা, তা জানিনা।
তবে হিরণ্ময় গোধূলি লগ্নে যখন দিগন্ত খুঁজে বেড়াবো,
ডিমের কুসুমের মত যখন দিগন্তরেখায় ভেসে থাকবো,  
তখন সাঁঝ আকাশের সোনালী সূর্যটার মতই চকিতে  
টুপ করে দ্রুত ডুবে যাওয়া হবে আমার কাঙ্খিত প্রস্থান।


ঢাকা
০২ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।