কখনো কখনো আমি ইউক্যালিপ্টাস গাছের মত
তরতরিয়ে বেড়ে উঠি।
সব সতীর্থদের ছেড়ে মাথা উঁচু করে আকাশ দেখি,
সবার আগেই আকাশ দেখি।
তবে যতই উপরে উঠিনা কেন, আমার পাতাগুলো
সব ভূমিমুখী হয়ে ঝুলে থাকে,
আমার ডালপালাগুলো হঠাৎ হঠাৎ ভেঙ্গে পড়ে,
আমি শেকড়ে ফিরে আসি।


কখনো কখনো আমি লতাগুল্মের ন্যায় কান্ড খুঁজি,
উপরে ওঠার পথ খুঁজি।
মহীরুহকে আঁকড়ে ধরি, সরু বৃক্ষকেও জড়িয়ে ধরি,
এবং তরতরিয়ে বেড়ে উঠি।
তবে যতই উপরে উঠিনা কেন, কোন এক সময়ে
আমি ক্লান্ত হয়ে পড়ি।
বৃদ্ধ বিটপীর রুক্ষ শীর্ষে উঠে আমি আনত হই,
আমি জটা হয়ে শেকড়ে ফিরে আসি।


ঢাকা
২৪ জুন ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।