মুঠোভরা সর্ষেদানা মুঠোয় ধরে রাখা যায় না।  
সুরসুর করে একসময় সব পড়ে যায়,
মুঠো খালি হয়ে যায়।
কবির ভাবনাগুলোও যেন ঠিক তেমনি—  
যতই মাথায় ভরে রাখেন না কেন,  
সুরসুর করে একসময় ওরা সবাই
কোথায় যেন হারিয়ে যায়! আবার-
শূন্য মাথায় নতুন ভাবনা এসে অকাতরে জড়ো হয়।  


ঘাস বিচালি যা কিছুই মুঠোয় আঁকড়ানো হোক না কেন,  
ওরা সব মুঠো থেকে ছুটে যায়।
কখনো শুকনো পাতার মত কবি হাওয়ায় ভাসতে থাকেন।  
চোখ বুঁজে থাকেন,  
সহসা পতনের ভয় নেই জেনেও-  
শিহরিত হন কোথায় স্থবির হয়ে যাবেন, এ কথা ভেবে।  


এলোমেলো হাওয়া,
কখন কোথায় উড়িয়ে নে বে তার কোন ঠিক ঠিকানা নেই।  
পথের দূরত্বও অজানা, তাই অগত্যা স্বপ্নাবিষ্ট চোখে  
কবি ঘুমিয়ে পড়েন নিমেষেই, সব ছেড়ে স্বপ্নরাজ্যে যেতে।    


ঢাকা  
২৩ জুন ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।