কবির অরক্ষিত মনে,
শব্দরা দাঁঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মত।
মনের আনাচে কানাচে কিছু কিছু শব্দ থাকে
ইতস্ততঃ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু ডুবে থাকে
মনের অতল গভীরে। ডাক দিলে নিমেষেই চলে আসে।
কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে।


কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
কেউ মারা গেলে যেমন পাড়া পড়শীরা দ্রুত চলে আসে,
কেউ আত্মার টানে আসে, কেউ আসে হুটহাট রবাহুত হয়ে,
তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে শোনায় সান্ত্বনার বাণী,
কবির মনে থাকা শব্দরাও তেমনি কবিকে সাহস দিয়ে যায়।
চরম দুর্দিনেও কবি তাই আশাহত হয় না, কবি এগিয়ে যায়।


ঢাকা
০৩ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।