ভেসে চলেছি এ কোন ভেলায়, উদ্দেশ্যহীন
মাঝে মাঝে দুর্নিবার, মাঝে মাঝে গতিহীন!
হঠাৎ হঠাৎ হুকুম আসে, ‘পেছনে তাকাও,
দেনা পাওনা যা কিছু আছে, মিটিয়ে দাও’।


তৈরী তো হতেই চাই, তবুও করি কালক্ষেপন
ওদের নিথর মুখ দেখে খুলে যায় মনের দর্পণ।
জানিনা, বেলাশেষের খেলা আর কতদিন বাকী,
জানিনা বলেই প্রস্তুতি নিতে সদা ব্যাকুল থাকি।


তোমরা, যাদেরকে মাঝে মাঝেই জানাই বিদায়,
ভাল থেকো, স্রষ্টার নিখাদ ভালবাসায়, মায়ায়।
আমরাও অনুগামী হবো, এ শুধু সময়ের ব্যাপার
প্রার্থনা, শান্তির হয় যেন আমাদের সবার ওপার।


ঢাকা
১০ আগস্ট ২০১৯


(একজন প্রয়াত জ্যেষ্ঠ্য সহকর্মীর নামাযে জানাযা থেকে ফিরে, তার নিথর মুখচ্ছবি স্মরণ করে। একজন ভাল মানুষের প্রস্থান হলো, অনেকটা নীরবে)