স্পর্শকাতর মানুষগুলো
তাদের মনের গোপন কোরকে
কিছু কিছু কথা ঢেকে রাখে একান্ত গোপনে।
প্রহরীর ন্যায় পাহাড়া দিয়ে রাখে সচেতন যতনে।


কোন সমব্যথী মনের স্পর্শ পেলেই
সে কথাগুলো মানুষের ব্যাকুল মনের গহীন থেকে
বেরিয়ে আসার জন্য আঁকুপাঁকু করে। অসহায় মানুষ
তখন তাদের মনের দোদুল্যমানতায় কাতর হয়ে ওঠে।


এর নাম স্পর্শকাতরতা।
স্পর্শের জন্য কাতর, তাই দোদুল্যমান মানুষগুলো
তাদের উন্মুখ মনের জানালাগুলো নিত্য খোলা রাখে।
অচেনা কারো পদশব্দ পেলে বন্ধ করে দেয় নিমেষে।


ঢাকা
০১ সেপ্টেম্বর ২০১৪
স্বর্বস্বত্ব সংরক্ষিত।