যেসব পাখিরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায়  
দল বেঁধে এসে আমাকে গান শুনিয়ে যায়,
তাদের কাছে আমি অনেক ঋণী হয়ে রই।


যে অবুঝ শিশুটি আমাকে দেখা মাত্রই
উচ্ছ্বাসে কোলের উপর ঝাঁপিয়ে পড়ে,
তার বিশ্বাসের কাছে আমি ঋণী হয়ে রই।


যার হাসি দেখলে আমার বার বার ইচ্ছে হয়,
যে করেই হোক তার হাসিটুকু আবার দেখার,
সে হাসির কাছে ঋণী হয়ে রয় আমার হৃদয়।


ঢাকা
২৪ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।