দুঃখ আমায় কাঁদায় না আর, বেদনা আনে না ভীতি;
বারে বারে জাগে হৃদয়ের তলে তোমার বিদায় স্মৃতি।
হাত দুটো ধরে বলেছিলে তুমি, 'ভুলে যেও, যেও ভুলে';
নারীর বেদনা কেউতো বোঝে না, কী ব্যথা মর্মমূলে!
বিরহ যাতনা সহিতে পারি না জাগে কান্নার গীতি,
হারিয়ে গিয়েছো অজানার দেশে বাড়ছে বেদন স্মৃতি।
নিশিদিন শুধু ভেসে যাই আমি কেঁদে যাই একা একা,
জীবনের পথে কেনো হয়েছিলো আমাদের মাঝে দেখা?
দূরের পাখিরে কাছে টেনে নিলে শিখালে যে তারে গান,
কথার শিখলে বাঁধিলে আমারে সয়ে শত অপমান।
এখন আমি যে পুতুল স্বরূপ অন্যের ঘর করি,
নিরিবিলি হলে তোমার মূরতি অবসরে যাই স্মরি।
অর্থের চেয়ে প্রেমের মূল্য বহুগুণ বেশি দামি,
পিতা-মাতা, ভাই-বোন কাউকেই বুঝাতে পারিনি আমি।


১২/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।