(১)
আষাঢ় এসেছে- তোমার আসার কথা,
আসার আশায় বসে আছি আমি,
                  তাই এতো ব্যকুলতা।
বৃষ্টিতে ভেজা কদম ফুলের গাছ,
পথ পানে চেয়ে বসে আছি প্রিয়-
                  আসার আশায় আজ।
ঝুম বৃষ্টিতে ভিজে কদমের রেণু,
তোমার আচলে বেঁধে দেবো তাহা
                  আশায় বসিয়াছিনু।


(২)
কলম ধরলে কবিতা আসেনা আর,
কাব্যে জাগে না যৌবনের জোয়ার।
কবিতা এখন পলাতকা মেয়ের মতো-
নেকাবে ঢাকিয়া হেঁটে চলে অবিরত।


ঝুম বৃষ্টিতে একা একা হেঁটে যায়,
পিছনে ফিরে না সে জীবনের মায়ায়।
কষ্টগুলোই উথলিয়া উঠে, বিষন্নতায় আজ,
কষ্ট-পুষ্পে সাজায়ে রাখি যে
                        কাব্যের কারুকাজ।