যথাযথ ভারসাম্য নিয়ে পৃথিবীতে
বেঁচে আছো কবি; শান্ত, কোমল, নিষ্ঠুর,
এবং সাধারণের সাথে মিলেমিশে,
কী বিস্ময়করভাবে! তোমার জীবনে
বিরল ব্যক্তিত্ব নেই; প্রতিকুলতার
লতা-গুল্ম ঠেলে ঠেলে অবলীলাক্রমে
পথ ভেঙ্গে চলো একা, অনন্ত মোক্ষের
সন্ধানে, সৌন্দর্য্যপূর্ণ বিমুগ্ধ হাসিতে!


অপরিচিতজনের কাছে তুমি যেনো
অনন্ত রহস্যময় গভীর ব্যক্তিত্ব;
আত্মপ্রত্যয়ী, সম্পন্ন, শক্তিশালী সুধী!
অনেক বন্ধু-বান্ধব তোমার; প্রভাব
ছড়ানো আত্মবিশ্বাসে অমিয় আলোয়
হৃদয়টা পরিপূর্ণ; তবু, তুমি একা!


০৯/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।