ঘাসফড়িং-এর মনটি লয়ে এদিক ওদিক ঘুরি,
প্রজাপতির ডানা মেলে আকাশ পাড়ে উড়ি।
ছন্নছাড়া জীবনখানি বন্য হয়ে যায়,
নিষেধ যেথায় কঠিণ শাসায় সেদিক পানে ধায়।


ইচ্ছে জাগে এক লাফেতে পাহাড় চুড়ায় উঠি'-
উদোম গায়ে বৃষ্টি জলে করি লুটোপুটি।
ইচ্ছে জাগে প্রিয়ার চুলে গুঁজি কুমড়ো ফুল,
দীর্ঘশ্বাসের তপ্ত বায়ে শুকাই তাহার চুল।
ইচ্ছে জাগে নৃত্য করি সাগর জলের তলে-
মৎস কন্যা যাক দেখে যাক অভিমানের ছলে।


ইচ্ছেগুলো শুকিয়ে গেলো দারুণ খরায় পড়ে,
ঘাসফড়িং-মন রয় ঘুমিয়ে রুদ্ধ দ্বারের ঘরে।
প্রজাপতির ডানাগুলো হয়ে গেলো চুরি,
বিষন্নতার আবেশ নিয়ে একা একাই ঘুরি।


মাটি চাপা দিলেম আজি ইচ্ছেগুলো সব,
কি আর হবে কাব্য করে মিথ্যে কলরব?
সঙ্গীহারা বিহঙ্গ-মন কাঁদে শুধুই কাঁদে,
জ্যোৎস্না-তলে ঝিমিয়ে পড়ে গহীন অবসাদে।