কবিতার রূপ হলো- সুললিত বাণী,
বিসারিত ভাবনার প্রমিত প্রকাশ;
প্রকৃতির মাঝে সদা করে কানাকানি,
নদী জলে ঢেউ তুলে হয় তা বিকাশ।
বাতাসের ছোঁয়া পেলে গাছ, লতা-পাতা,
ফসলের চারাগুলো দোলায়িত হয়;
দোল খেয়ে ভরে ওঠে কবিতার খাতা,
দোলাময় ভাবনাকে কবিতা যে কয়।


কথাগুলো সুর পেলে দুলে দুলে উঠে,
মনের ভিতরে এসে করে বসবাস;
ভালোবেসে কবিতাকে খায় খুঁটে খুঁটে,
দোলাহীন কবিতায় পাঠক নিরাশ!
কবিতার তিন ধারা সব কবি জানে,
পৃথিবীর কবি সব সেই কথা মানে।


২৩/১১/২০২২
মিরপুর ঢাকা।