(১)
কাজের বেলায় বলবে কাজি, কাজ ফুরালে পাজি!
তাদের মনে ছলচাতুরী, কথাতে কারসাজি।
          মুখে তাদের মিঠাই-ছুরি,
          সুযোগ পেলেই জুয়াচুরি;
তাদের সাথে জোট বাঁধতে হইও না কেউ রাজি।


(২)
কাছা দেওয়া গামছা মাথায় লোকটা আজি ব্যস্ত,
এক বিঘা ধান কাটার জন্য করছে তারে ন্যস্ত।
          কইছে মালিক হেসে হেসে,
          নাস্তা খাবি কাজের শেষে;
কামলা বলে নাস্তাটা দাও, কাজ হয়েছে শেষ তো!


২৩/০২/২০২০
মিরপুর, ঢাকা।