যাবি, তুই যাবি, জোছনার তলে খেলতে রঙের খেলা,
রাঙা অনুরাগে উজানের পথে? করিস না অবহেলা।
আয়, তুই আয়, প্রিয়তি আমার রাগ-অভিমান ভুলে,
ময়ূরপঙ্খী নৌকাতে আজি দিয়েছি বাদাম তুলে।


কারে দিলি তুই সুশীতল ছায়া অঞ্চলখানি দিয়ে?
কোন সে মেঘের পাল তুলে যাস, তোর নায়ে তারে নিয়ে?
চির সুদূরিকা! কার আহ্বানে, কাহার বাঁশীর সুরে,
তুই ঘর থেকে বের হয়ে যাস, দূর থেকে বহুদূরে?


যুগান্তরের কল্যাণী তুই, জেনে গেছে এই মন,
মোমবাতি জ্বেলে তোর নাম জপি, নিরবধি অনুক্ষণ।
মেয়ে, যাবি তুই, বাসনা রহিত কাব্যরানীর বেশে?
যেখানে জ্বলে না কামনা-যজ্ঞে বহ্নিশিখারা হেসে।


বাণীর ভ্রমরী গুনগুন করে দ্রাক্ষাফলের ফুলে,
সেই দেশে আমি নিয়ে যাবো তোরে, যাবি কি সকল ভুলে?
শোন, শোন মেয়ে, আমার সঙ্গে যাবি কি? এবার বল্,
প্রসারিত বুকে রাখবো যে তোরে, এতটুকু নেই ছল।


২৭/০২/২০২০
মিরপুর, ঢাকা।