রাতের শিশিরে ভিজে যায় ঘাস
        শব্দবিহীন প্রেম,
তারায় তারায় ফুল ফুটে যায়
        আকাশে অযুত হেম।
তোমায় যে চাই পরাণের তলে
        এক মুঠো সাদা ভাত,
একটু হাসির ঝলক মাত্র
        নিরিবিলি মধুরাত।


নীতির কথায় ভালোবাসা নয়
        এলেবেলে ঝংকার,
মানবিক প্রেম মানুষের তরে
        এই হলো সংসার।
যুধিষ্ঠিরও ভিন পথে যায়
        স্বার্থবাদীর ছলে!
দ্রৌপদী লভে কূট-কৌশলে
        আপনার করতলে।


অজস্র তারা আলোক ছড়ায়
        ঘুচে না রাতের কালো,
তোমার হাসির আলোকের ধারা
        উজ্জ্বল ঝলমলো।
প্রেমের পরশে মহীতল হাসে
        মনোরম রূপে অতি
ঊষার আলোকে দুরন্ত প্রাণে
        জেগে উঠো, হে প্রিয়তি।


২৫/১০/২০১৯
মিরপুর, ঢাকা।