ফাহাদ, আবরার ফাহাদ!
অকালেই ঝরে গেলে তুমি বুনোঝড়ের তোড়ে।
ওরা তোমাকে মেরেছে, মেরে ফেলেছে নিষ্ঠুরভাবে;
তারা জানতে পারেনি,
তুমি একমুঠো বারুদের কণা, অগ্নিস্ফুলিঙ্গের আঁতুরঘর।
সহসা তাড়িয়ে দিতে পারো অত্যাচারীর সকল অহমিকা;
ধ্বংসস্তুপ করতে পারো সুউচ্চ কঠিন দেয়াল।
তোমার উজ্জ্বল লাশ!
যেনো কবিতার মতো জ্বলে উঠলো সারা বাংলাদেশে,
সমুদ্রের উত্তাল জলোচ্ছ্বাসের আঘাতে আঘাতে
ভাসিয়ে নিলো নিষ্ঠুরতম অন্যায়ের জগদ্দল পাথর।
কবিতার মতো, সমুদ্রের মতো
তোমার বিদেহী আত্মা শান্তিতে ঘুমাক।


ফাহাদ, আবরার ফাহাদ!
তোমার ছোট ভাই ফাইয়াজ, আবরার ফাইয়াজ;
প্রিয় ঢাকা শহরের আলিঙ্গন ছেড়ে চলে গেছে।
অমিত মৃত্যুর পূর্বে অত্যাচারীর নিষ্ঠুর আঘাতে,
বেদনাহত হৃদয়ের যে চিৎকারধ্বনি
ঢাকার বাতাসে গুমরি গুমরি উঠেছিলো,
বাঁচার করুণ প্রবল আকুতি নিয়ে;
বুয়েটের শের-ই বাংলা হলের দেয়াল টপকে
তা আজ ছড়িয়ে পড়েছে সমস্ত বাংলাদেশে, পৃথিবীর পথে।
তোমার ছোট ভাই ফাইয়াজ, সহ্য করতে পারছে না তা'
তাই, চলে যাচ্ছে, চলে যাচ্ছে সে
প্রিয় ঢাকা শহর ছেড়ে দূরে, বহু দূরে।
সুবোধ! তুই পালিয়ে যা',
বিষাক্ত বাতাসে ভরে গেছে অশান্ত ঢাকার নীলাভ আকাশ।


১৬/১০/২০১৯
মিরপুর, ঢাকা।