(ছড়া)


            তিন একে তিন
লজ্জা হলো ভিক্ষা করা, চুরি এবং ঋণ।
            তিন দ্বিগুণে ছয়
মেধাশক্তি অর্জন করে আনবো দেশের জয়।
            তিন তিরিক্কা নয়
অলসতা মন্দ অনেক, কর্মে আনে জয়।
            তিন চারে বার
বন্ধু হবো সকল জনের, শত্রু নহে কারো।
            তিন পাঁচে পনের
কুসংস্কার ছাড়ো এবার ‘আনলাকি’ নয় তের।
            তিন ছয়ে আঠার
শত্রুকে হেলা নয় আর, শক্ত করে পাছাড়ো।
            তিন সাতে একুশ
মন্দ কাজে এই জীবনে হইবো নাতো বেহুঁস।
            তিন আটে চব্বিশ
তিক্ত কথা গরল মাখা, মিষ্টি কথা নির্বিষ।
            তিন নয়ে সাতাশ
সবুজ করে দেশখানিরে সতেজ রাখবো বাতাস।
            তিন দশে তিরিশ
ঐ দেখা যায় আকাশ ছোঁয়া বৃক্ষরাজি- শিরিষ।


০৯/০৮/২০১৪।
মিরপুর, ঢাকা।