আঁধারের মায়া ছাড়ি চাই ভোরের আলো
মেঘভেদী হঠাৎ করে সূর্য রশ্মি এলো
কী! মনোরম অনুভূতি বুঝতে যদি পারো
বেঁচে থাকার আকুলতা বেড়ে যাবে আরো।

পাখি ডাকে কিচিরমিচির সাথে হিমেল বায়ু
ভোরে উঠে পড়লে জানো বাড়বে তব আয়ু।
নতুন পাতার 'পরে যখন আলো ঝলমল হয়
সুন্দরের সৌন্দর্য তবে করতে পারবে জয়।