অবোধ অঙ্গের হিল্লোল নৃত্যের ছায়া
এখনো জমে আছে হৃদয়ের বোতাম
স্তন ঘেঁষে পড়ে থাকা রক্তমান জমিটুকু
আজো চেয়ে রয় আগের মতোন
আলতায় রঙিন দু পায়ের চঞ্চল কিনারা
তেজস্বী আলো ছড়ায় ওই  গত নিয়সে
প্রসাধনী মাখা মুখে লালচে-কালো টিপ
ললাটে ভাসে অদ্যাবধি-
ইঙ্গিত করে কোন এক অসঙ্গায়িত রহস্যের
চাঁদ-সূর্য’র পায়ে পায়ে
আমরাও হয়ে যাই সমবয়সী
তবু চেয়ে থাকে স্মৃতির পূরাণ
বেঁচে আছি মানবাত্মা বিশ্বমান