কিছু কিছু ভুল আছে নিজের ভাষাতেও বুঝা দায়
নিজের জিহ্বাও যেখানে প্রতারণা করে
শুকনো সততার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে পোড়া মাটির দেহে
মানবতা যেখানে ব্যবসার আড়তদার-অন্যায়ের কক্ষপথে
সেখানে কিসের আশা কিসের আবার ন্যায়বিচার
এ শিক্ষা ভুলার মত নয়-
আমার একটি হরিণ দরকার, শুধু একটি হরিণ
তবে ঠিক অরওয়েলের পশু খামারের হরিণ নয়
আমি চাই আসল হরিণ
পশু খামারের কর্তারা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে
গণতন্ত্রের নামে একনায়তন্ত্র কায়েমে মশুকুল ছিল
এই বাংলার পশু খামারেও তা কম কিসে
গণততন্ত্রের নামে চলছে দাবা ও হোলিখেলা
দেশপ্রেম মানে কী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ
এ প্রেম কিসের প্রেম, নাকী এ প্রেম সাম্রাজ্যবাদের...
সুন্দরবন, নাফ, মাতারবাড়ি ধবংসের পায়তারা
পশু খামারের কর্তা-কর্ত্রীরা যেখানে মশকুল দেশবিক্রির তালে
সেখানে তোমার আমার স্বপ্নের কিবা দাম
আমি কাউকে দোষারোপ দিচ্ছি না বা করছি না
আমার অনুভূতি এখন ভোতা...
পশু খামার পড়া আছে-তবে ঠিক অরওয়েলের পশু খামার নয়-
` এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত‘ এই স্বাধীন বাংলার পশু খামার
মুক্তিযোদ্ধার গল্প, স্বাধীনতাবিরোধীদের আস্ফালন
কান্নাকাটি, সাহস ও বাস্তবতা
সবুজ শ্যামল বাংলার মানচিত্রে
এ কী নতুন দাবাখেলা চলছেে
একদিকে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র
অন্যদিকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন
আপন অনুভূতি ভোতা
আমার আতঙ্ক হত্যা, গুম কিংবা উগ্র মৌলবাদীদের হামলার শিকারে নয়
আতঙ্ক তোমার নিরবতায়...
আমার পতাকা প্রতিটি রাস্তা- স্টেশনে দেখা যায়
লাঞ্চিত-ভুলুণ্ঠিত হচ্ছে আমার স্বপ্ন বাস্তবতা
আমি নতুন কোনো কল্পনাপ্রসূত শব্দ খুঁজতে যাবো না আর....