চিন্তা আমার এই দিন চলে যাচ্ছে দ্রুত
তোমার আমার সবারই
করোনার করাল মৃত্যুর হাতে অচিরেই হবে উপদ্রুত
কে জানে এখনই হয়তো কারো কানে বিদায় নাকাড়া
দিন যায় বছরও ফুরায় ক্ষণস্থায়ী
নীরবে আমি দেখি তারা তলায় অতলে
আর ধৈর্যহারা হয়ে বৃথাভাবি
কখন বিদায়ী মুহুর্ত ঘনাবে,
আমারেও যেতে হবে চলে
মৃত্যু কি আমারে গ্রাস করবে মহাসমরাগ্নি জ্বেলে
সমুদ্রযা্ত্রায় ডেকে নিবে নাকী ঢেউয়ের জঠরে..