উদবিড়ালটি কালো সাকিন সমুদ্র দ্বীপ
কোনো এক দক্ষিণা নাবিকের জালে বুদ্ধি হীনতায় পড়েছে ধরা
সেই তাকে এনেছে নগরে
ঠিক নগর নয়, বড়জোর বলা যায় এটি একটি উপশহর
যে শহরে আগে থেকেই চাষ করতো কিছু শব্দ চাষী
তবে তারাও যে কোনো কারণে অভিবাসী
চতুর শব্দচাষীরা নগর সভ্যতাকে আয়ত্ব করেছে সেই কবে
কালো উদ বিড়াল নগর শাসনের কলা মুখস্থ করতে গিয়ে শৃঙখলকে করেছে বিশৃঙ্খল
দেহজীবীনিরাও মুচকি হাসলে মনে করে পড়েছে তার প্রেমে
মানবতার করুণায় সেই বিড়ালকে প্রশ্রয় দেয় শব্দচাষীরা
করুণায় পাশে বসতে দিলেই চায়ের কাপেও মাছ শিকার করতে চায়
কালো বিলাইয়ের অদ্ভূত আচরণে করুণার হাসি হাসে শব্দচাষীরা
নুনাপুনা মুখ এবং প্রমোদ বালক হলেই নগর শাসন করা যায় না
গ্রাম্য কাক নগরে আসলে যা হয় উদবিড়ালের অবস্থায়ও ঠিক তায়


উহ!
উদবিড়ালটি হতে পারেনি নাগরিক হতে পারেনি খঞ্জর


১৪ নভেম্বর ২০১৫, আজিমপুর, ঢাকা।