আজব দুনিয়া আজব মানুষ,
ছুটছে কেবল নাইকো হুঁশ,
- এ দুনিয়ায় আমার ভাই
ঠাঁই নাই, ঠাঁই নাই।


ঘুরছে চাকা চলছে গাড়ি,
মরছে সবুজ উঠছে বাড়ি,
জিন্দাবাদ আর মুর্দাবাদে
চলছে শুধু লড়ালড়ি,
- এ দুনিয়ায় আমার ভাই
ঠাঁই নাই, ঠাঁই নাই।


সত্য ছেড়ে মিথ্যা ধরে
দুঃখ-কষ্টে মরছে পুড়ে,
টাকা খালি টাকা চিনে
বাপ-মা ছেড়ে পড়ছে সরে,
- এ দুনিয়ায় আমার ভাই
ঠাঁই নাই, ঠাঁই নাই।


ভালোবাসার টিপে গলা
স্বামী-স্ত্রীতে মানিয়ে চলা,
পরের সুখে ঈর্ষা করে
নিজের কথা বাড়িয়ে বলা,
- এ দুনিয়ায় আমার ভাই
ঠাঁই নাই, ঠাঁই নাই।


কালি আছে এক কোণেতে
এসব ছেড়ে বহু দূরেতে,
তবু কষ্টে বুক ফাটে তার
ঘুম হয়না রাত-বিরেতে,
- এ দুনিয়ায় আমার ভাই
ঠাঁই নাই, ঠাঁই নাই।।