শত্রুর হুংকারে না ডরে পরাক্রমীর তির
বিজয়পতাকা ছিনিয়ে আনলে তোমরাই মহাবীর।
অকাতরে দিয়ে গেলে জীবনের বলিদান
তোমরা সূর্যসন্তান!
তোমরা মুক্তিকামী,তোমরা মুক্তিযোদ্ধা
তোমরাই বাংলার প্রাণ।


পাকবাহিনীর জুলুম,পৈশাচিক হত্যা,ধর্ষণ
ঘৃণিত হয়ে আছে ইতিহাসের পাতায়
একাত্তর' স্বাক্ষী সেই বর্বরতার
যে ইতিহাস বাঙালিকে কাঁদায়
বুকের ভেতর হাহাকার করে ওঠে।
সে অন্যায় রূখে দিয়েছিলে
সে বিভীষিকা দূর করেছিলে
তোমরা গেয়েছিলে মুক্তির গান
তোমরা সত্যের দূত,তোমরা মুক্তিযোদ্ধা
তোমরাই বাংলার প্রাণ।


মায়ের অশ্রুর প্রতিশোধ নিয়েছিলে
ধর্ষিতা বোনের সম্মান এনে দিলে
দুর্গম পথ পাড়ি দিয়ে
পেটের ক্ষুধা ভুলে গিয়ে
শেষ নিশ্বাসের আগেও
হাতটা ঠিক বন্দুকের ট্রিগার থেকে সরাওনি
মৃত্যু! দেখে ফিরে গেছে তোমাদের মাতৃভূমির টান
তোমরা মহামানব,তোমরা মুক্তিযোদ্ধা
তোমরাই বাংলার প্রাণ।