ভালোবাসা আসে চুপিচুপি, দরজায় দেয় না ধাক্কা,
মন খুঁড়ে খুঁড়ে নেয় আশ্রয়, চোখে বুনে স্বপ্নরেখা।
কথার ভেতর গোপন সুরে বাঁধে এক অদৃশ্য টান,
জানায় না সে কবে এল, তবুও সে জয় করে প্রাণ।
আর মৃত্যু? সে-ও ঠিক তেমনি, নীরব হেঁটে আসে,
চেনা মুখগুলো অচেনা করে রেখে যায় নিরাশ্বাসে।
একজন মন কাড়ে, অন্যজন কাড়ে প্রাণ,
একজনে বাঁচতে শিখায়, অন্যজনে ফুরায় গান।
ভালোবাসা চায় না নিমন্ত্রণ, তবুও বাড়ে বন্ধন,
মৃত্যু চায় না বিদায়ক্ষণ—শুধু নিঃশব্দে করে ছন্দপতন।
একজন রেখে যায় স্মৃতি, কাঁপায় হৃদয় ঘর,
অন্যজন নিয়ে যায় দেহ, শূন্য করে কবর।
ভালোবাসো যতদিন পারো, খুলে দাও মন,
মৃত্যু এসে হঠাৎ একদিন, কেড়ে নেবে জীবন।
একজন জন নেবে মন, অন্যজন জীবন,
দু’জনেই আসে হঠাৎ— দাওয়াত বিহীন।