নীরব রাতে দু'হাত তুলে,
চোখে যখন নেমে আসে বৃষ্টি,
জান্নাতের আকাশ যায় ছুঁয়ে—
ফিরে আসে না কোন দোয়া নিঃসৃ্তি।
ভাঙা মন যখন কান্না পায়,
আল্লাহ শোনেন সে সুর ধীরে,
অশ্রু বিন্দু বিফলে যায় না—
লিখা থাকে লাওহে মাহফুজের গভীরে।
চোখের পানি যদি আসে রাহমতের তরে,
সেই পানি হয় জ্বলন্ত গুনাহের ছাই করে।
তাওবার সেই অশ্রু যখন মাটিতে পড়ে—
আসমানের দরজা খুলে যায় বড় করে।
কে বলে কান্না দুর্বলতা,
এ যে এক শক্তি, আস্থা, প্রার্থনার সংলাপ।
মোনাজাতে ঝরে পড়া প্রতিটি ফোঁটা
রবের করুণায় হয় বরকতের স্নানস্নাত।
তাই চোখে যদি নামে অশ্রুর ধারা—
ভয় কোরো না, করো দোয়া, রাখো আশা সারা।
কারণ একটুখানি মন থেকে আসা কান্না—
বদলে দিতে পারে ভাগ্য, মুছে দিতে গুনাহ সব জানা-অজানা।