একদিন তুমি, আমায় ভালবেসেছিলে
একদিন তুমি, আমায় বুকেতে জড়ালে
সেইদিন আমরা দু’জন, শপথ করেছিলাম
দু’জন দুজনকে, আপন ভেবে নিলাম।


তারপর, সমাজের ভিড়ে
দু’জন একসাথে, ফেরা হলো না নীড়ে
সমাজ চাচ্ছে, সামাজিকতা
সম্পর্কের বেড়াজালে,হয়েছে বনিতা।


বাধ্য হয়ে নিয়েছি,নতুন জীবনের দায়ভার
সেই জীবনে অসুখী, হয়েছি বারবার
তারপর, হঠাৎ একদিন
সান্তনা দিলে তুমি, সম্পর্কের ঋণ
নাও্য়া-খাওয়া বাদ দিয়ে, হলাম ভবঘুরে
সবকিছু চলে গেলেও, তুমি এলে ফিরে।


স্বপ্নহীন এই আমি,রঙিন স্বপ্ন দেখালে তুমি
পৃথিবীর বুকে বেঁচে থাকার,অধিকার নেই আমার
সমাজকে বড়ু আঙ্গুল দেখালে, তুমি বারবার
তোমার যত্ন, তোমার দেওয়া সকল আদর
আবার বেঁচে থাকার, বিছালো চাদর।


সম্পর্কের কাছে পরাজিত, বারবার হলাম
ভালোবাসার বিসর্জন, সমাজের বুকে দিলাম
হারিয়ে গেছো তুমি, এক ঝলকে
বদলে গেছো তুমি, এক পলকে
এরপর তোমার আমার, হলো না দেখা
কোথায় আছো তুমি, আছি আমি একা।


ভালোবাসার বিসর্জন-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ