গল্প হোক তোমার সাথে, চেনা পথের বাঁকে
ভর দুপুরেও গাছের ডালে, দাঁড় কাক বসে ডাকে
চেনা শহরের অলি-গলি,সবই তোমার চেনা
প্রেম ভালোবাসা হোক, তোমার কাছে ধার-দেনা।


সন্ধ্যার পরে শহর জুড়ে, জ্বলে নিয়ন আলো
গল্প হবে রাত জেগে, বাসবো তোমায় ভালো
যত্ন করে রাখবো তোমায়, বুকের বাম পাশে
চাঁদের শহর, করে দেব, গল্প রাজার দেশে।


গল্পের, ফাঁকে, ফাঁকে দিব, কফির কাপে চুমুক
চেতনার হৃদয়ের গল্প, আরো একটু জমুক
শাহবাগ, পরিবাগ, অবশেষে লাভ রোড
তোমার স্মৃতিচারণ করে, গড়ে তুলবো প্রেমময় গল্পের জোট।


গল্পের জোট-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ