নদী-নালা পাহাড়-পর্বত
তন্ন,তন্ন করে খুঁজেছি,
গাঢ় অন্ধকার জীবনের জন্য
ক্ষুদ্রতম শুকতারার আলো,
আমি কখনোই ধবধবে
জ্যোৎস্নার আলো চাইনি
আমি চেয়েছিলাম-
অরুণার দুধে আলতা গায়ের রঙে
গভীর রাতে জোনাকির টিপ টিপ আলো
সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে
ফিরিয়ে দিয়েছে অরুণা।


পাড়ায় জমে উঠেছে নবান্ন উৎসব
উৎসবে সুন্দর রমণীদের উল্লাস
আনন্দ মন নিয়ে অবিরাম নৃত্য করছে
প্রেমের কামিনী,সুন্দরের পূজারানী
আমার অন্ধকার জীবনের অরুণা।
দুটি আঁখিকে আমি বিশ্বাস করতে পারিনি
আলোর ভুবনে এত সুন্দর ফুল ফুটে কি করে?
এবার হয়তো আমার জীবনের অন্ধকার কেটে যাবে
অরুনা আমার অন্ধকার জীবনকে আলোকিত করে তুলবে।


দিনশেষে এখনও আমি আলোর সন্ধান পায়নি
আলোর সন্ধান পাবো কি করে?
কখনো তো কালো কয়লা কে আমি সাদা হতে দেখিনি!
যার জন্মই হয়েছে অন্ধকারে তার জীবন আলোবিহীন
আধো আলো থেকে আধো অন্ধকারে পরিণত হয়েছি
ভালোবাসার বিশ্বাস অরুণার বুকে ছিল
একাকীত্ব অন্ধকার শুধুই আমার জীবনের অংশ
অন্ধকারের ভিড়ে আমি বাঁচতে চাই
হাজার রমণীর ভিড়ে আমি অরুণার গায়ের গন্ধ পাই।


ফিরিয়ে দিয়েছে অরুণা
-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ