তুমি আমাকে, খুব বেশি ভালোাবাসতে
তোমার স্পর্শে, পৃথিবী ভূলার অবক্রম করেছি
তোমার মায়া-মমতায়, নিত্য সময় আমি, অদৃশ্য স্বর্গে বেসেছি
তুমি আমার রূপকথার রাজ্যের, মুকুট বিহীন রানী।


সকল প্রতিবাদের ভাষা আমার, অকপটে জানা ছিল
আমি প্রতিবাদী ছিলাম, কিন্তু কখনোই প্রতিবাদ করিনি
আমি তোমার সকল অন্যায়, মাথা পেতে নিয়েছিলাম
কেননা আমি, তোমার থেকেও, তোমাকে বেশি ভালোবাসি।


কিছু হলেই, তুমি আমার, মাথার চুল টেনে ধরতে
চলার পথে, আমাকে দেখে, কোন মেয়ে হাসলে
তুমি কোনো ভাবেই, সহ্য করতে পারতে না;
আমার প্রতি, তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল।


আমরা দুইজন বন্ধ ঘরে, কিন্তু বাহিরে, অজুর ধারায় বৃষ্টি ঝরছে
সেইদিন দুজনেই, একে অপরকে জড়িয়ে ধরে, ঘুমাচ্ছিলাম
ঘুম ভাঙ্গার পর, বাহিরে তাকিয়ে দেখি, সন্ধ্যা হওয়ার উপক্রম
দুজনেরই ক্ষিদে পেট চুচু করছে,তবুও স্বর্গে রয়েছি অনুভব।


বিশ্বাস আর অবিশ্বাসের জল-স্রোতে, তুমি হারিয়ে গেলে
কতশত অজানা নদীর মোহনায়-
পদ্মা-মেঘনা, যমুনা, দোলেশ্বরী কিংবা ব্রহ্মপুত্রের পারে
আবার যদি দেখা হয় দুজনার,ভাসবো ভালো সেই আগেরই মতো,
দুজন হব দুজনার।


অজানা নদীর মোহনায়-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ