শহরের দেওয়াল ঘেঁষে হাঁটছি
দুটি হাত, পরস্পরকে জাপটে ধরে রেখেছে;
দেহের পঞ্চ ইন্দনীয় প্রখর হয়ে রয়েছে
অনুভূতির দেয়ালে শুধুই ভালবাসার আলপনা।


সেদিন তুমিও আমায় বলেছিলে
ভালো থেকো,নিজের খেয়াল রেখো;
এখন নিজের খেয়াল রাখি বটে!
তবে, শুধুই, তোমার খেয়ালে।


জীবন থেকে সময়, ক্ষয়ে ক্ষয়ে পড়ছে
নিজের আকতি বুনন, শুধু বেঁচে থাকার
চোখের কোনে বিশাল মরুভূমি
অন্তরে অক্সিজেনের শূণ্যে হাহাকার।


ঝাঁপসা চোখের মনি, ধুলোয় অন্ধকার
হারিয়ে ফেলেছি স্মৃতিরীতি,অন্তরে জমাট রক্তবিষ,
জীবন নামের তরী ডুবলে-
এক নজর দেখতে আসিস।


ধুলোয় অন্ধকার-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ