জানালার বাইরে আজও রঙের মেলা,  
আলো ঝলমলে মুখ, আর মুখোশের খেলা।  
আমি পর্দার আড়ালেই স্বস্তি খুঁজি,  
কারণ আলোয় লুকিয়ে আছে অন্ধকারের ফাঁকি।

তোমরা হাঁসো, উৎসবে মাতো,  
আমি দেখি— তামাশা কেবল, হৃদয়হীন প্রহসন।  
তোমাদের নিয়ম, তোমাদের সজ্জা,  
আমার মন খুঁজে না সেখানে স্পন্দন।

হে সমাজ,  
তুমি চেয়েছিলে আমায় এক ছাঁচে গড়তে,  
একই মত, একই স্বপ্নে বাধতে।  
কিন্তু আমি তো ভিন্ন—  
আমার স্বপ্নে স্বাধীনতা জ্বলে,  
আমার ছায়া আমি নিজেই আঁকি।

আমি বিক্ষোভ, আমি উন্মাদ,  
আমি সেই কণ্ঠ, যাকে চাও নিঃশব্দ করতে।  
তবু আমার নীরবতাও কথা বলে—  
আমি একলা বলি, "আমি চাই না আশ্রয়!"

হে সমাজ,  
তুমি দেয়াল তুলো, আমি জানালা খুলি।  
তুমি নিয়ম গড়ো, আমি ভাঙি ছন্দ।  
তুমি বলো “ভুল”, আমি বলি “স্বতন্ত্র!”  
কারণ আমার ভুলও আমার নিজের—  
তাতে নেই তোমার অনুমতির প্রয়োজন।

আজ আমি নির্ভয়,  
কারণ সংশয় ঝরেছে চোখের জল হয়ে,  
আমি জানি, আমি আলাদা—  
আর সেই আলাদা হাওয়াতেই আমার নিশ্বাস চলে।

তোমরা যাকে পাগল বলো,  
সে-ই হয়তো আসল মানুষ।

স্বকীয়তার ঘোষণা_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মর